![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আমি কোথাও যাবো না।
এই ছায়াতলে কাটিয়ে দেব বেলা,
ঝরা পাতার নীরব মায়ায়।
দূরে বুনো পাখি ডাকে
সূর্য ঝিমোবে ধানক্ষেতের ছায়ায়,
তপ্ত ঘাসের আড়ালে।
শিউলির গন্ধমাখা হাওয়ায়
ডুবে যাবে উদাস আকাশে।
আজ আমি কোথাও যাবো না।
সন্ধ্যা...
জামাতী শাসনের অন্ধকারে বাংলাদেশ।
বাংলাদেশ আজ এক ভয়ঙ্কর অন্ধকারের দিকে এগোচ্ছে। যে দেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছিল, সেই দেশের মুক্তিযোদ্ধারা ও স্বাধীনতার পক্ষের নেতারা আজ নিজেদের মাতৃভূমিতে অবরুদ্ধ, নিপীড়িত এবং...
ফ্যাসিবাদের দোসরদের এভাবেই রুখতে হবে
অন্তর্জাল থেকে সংগৃহিত।
গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ষড়যন্ত্রমূলক গোলটেবিল আলোচনা অবরুদ্ধ করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, অধ্যাপক শেখ হাফিজুর রহমান,...
জাপানিরা কর্মঠ জাতি হিসেবে সারাবিশ্বে সমাদৃত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মাত্র কয়েক দশকে পৃথিবীর বুকে অতি দৃঢ়তার সাথে নিজেদের শক্ত অবস্থান জানান দেয়ার পেছনে তাদের পরিশ্রম, সততা, উদ্যম এর পাশাপাশি নানান...
আজ তুমি কোথাও যাবে না। আজ কোনো কাজকর্ম নয়
আজ তুমি আমার প্রতীক্ষায়
সারাদিন ঘরে বসে একা একা কাটাবে সময়।
আজ শুধু সুখ করবার দিন
আজ সারাদিন তুমি ধ্যানমগ্নতায় হবে আমাতে বিলীন।
নিরালা গৃহের মাঝে...
ঘাটলায় শুয়ে দেখি আকাশের ছাদ
বেলগাছ নুয়ে আছে মুখের উপরে
কুকুরের চোখ জ্বলে খানিক অদূরে
ছাঁইপাশ কবিতার দোলা লাগে মনে।
‘কাজ নাই খই ভাজ’ একটা প্রবাদ
তুচ্ছটাও উচ্চ হয় কবির আদরে
শুকনো পাতা গৃহিত...
দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেল আপনাদের সাথে।
সামুর সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।
আপনারা সহৃদয়ে আমাকে গ্রহণ না করলে আমি এখানে এতদিন থাকতে পারতাম না । যদিও আমি রেগুলার নই...
এক. এককভাবে দাঁড়াতে এবং স্বতন্ত্র থাকতে অনেক সাহস লাগে। ভিন্ন, আলাদা কিছু হতেও অনেক সাহস লাগে। আপনার বিশ্বাসের সাথে আপস না করার জন্যও প্রয়োজন অনেক সাহসের । ভিড়ের সাথে না...
©somewhere in net ltd.